কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুলাশার সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে তিন হাজারের বেশি নারী, পুরুষ ও শিশুর চিকিৎসাসেবা, চেকআপ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কুলাশার মোহাম্মদীয়া দাখিল মাদরাসায় ড্রিমার্স কনসালটেন্ট এন্ড রিসার্স ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সার্বিক সহযোগিতা ও সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার, ব্যবসায়ী জহির উদ্দিন রাসেল, মোঃ মজিবুল ইসলাম।
ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু বিভাগ, চর্ম, ডায়াবেটিস বিভাগ, চক্ষু বিভাগ, নিউরো মেডিসিন ও ¯œায়ুরোগ বিভাগ, লিভার ও কিডনী বিভাগ, স্ত্রী রোগ বিভাগ, বাত-ব্যথা ও পারালাইসিস বিভাগ, মুখ ও দন্তরোগ বিভাগ, ফিজিওথেরাপি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ প্রদান ও আল্ট্রাসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। প্রত্যন্ত অঞ্চলে ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা গ্রহণকারী নারী-পুরুষ।