২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে থানা প্রশাসনের মতবিনিময়




চৌদ্দগ্রামে বিভিন্ন ধর্মীয় নেতাদের সাথে থানা প্রশাসনের মতবিনিময়

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৪, ১৮:৩৯ | 630 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘সম্প্রীতির চৌদ্দগ্রাম’ বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে এমন মন্তব্য করে হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় নেতারা বলেছেন, আমরা চৌদ্দগ্রাম উপজেলা বা বাংলাদেশের নাগরিক। আমাদের এখানে সংখ্যাগুরু মুসলিমরা আমাদেরকে কোন প্রকার নির্যাতন করছে না। তারা আমাদেরকে সংখ্যালঘু নয়, প্রতিবেশি হিসেবে দেখে। মুসলিমরা ৫ আগষ্টের পরে আগের যে কোন সময়ে চেয়ে বেশি সম্প্রীতি দেখাচ্ছে। জামায়াতের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি ডাঃ তাহের ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নির্দেশে উভয় দলের নেতাকর্মীরা আমাদের নিয়মিত খোঁজখবর রাখছে। এছাড়া উপজেলা ও থানা প্রশাসন সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি তদারকি করছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় একটি রাজ্যের টেলিভিশন খুললেই দেখা যাচ্ছে-বাংলাদেশে সনাতনী ধর্মের মানুষ নির্যাতিত হচ্ছে। এমন তথ্য সঠিক নয়। ভারতের ওই রাজ্যে মুসলিম সংখ্যা বেশি হওয়ায় বিজিপি ভোট কম পায়, তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে বাংলাদেশ নিয়ে ওই টেলিভিশনটি গুজব ছড়াচ্ছে। বৃহস্পতিবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামানের সভাপতিত্বে ও পরিদর্শক(তদন্ত) মোঃ আবদুল্লাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, পৌর বিএনপির আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী প্রমোদ রঞ্জন চক্রবর্তী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসাইন, ওলামা বিভাগের মাওলানা মফিজুর রহমান, খতিব পরিষদ শানে সাবা’র নেতা নেজাম উদ্দিন, ছাত্রনেতা মোঃ মামুন, লতিফ শিকদার নগর শরীফের সৈয়দ আহমুদুল হাসান, বৌদ্ধ বিহারের নেতা শৈবাল কুমার সিংহ, জীবন বড়–য়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ বেলাল হোসাইন, পূজা উদযাপন পরিষদের নেতা নান্টু দেবনাথ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর জামায়াতের আমির মোহাম্মদ ইব্রাহিম, সেক্রেটারী মোশারফ হোসেন ওপেল, পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, সাংবাদিক মোঃ আক্তারুজ্জামান, আবু বকর সুজন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, কোষাধ্যক্ষ মোঃ আহসান উল্লাহ, কার্যকারি সদস্য মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET