১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রামে ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষকের বিদায় সংবর্ধনা, সর্বমহলে প্রশংসা




চৌদ্দগ্রামে ব্যতিক্রমধর্মী আয়োজনে শিক্ষকের বিদায় সংবর্ধনা, সর্বমহলে প্রশংসা

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৮ ২০২৪, ১৮:২৫ | 618 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী পায়েরখোলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক কাজী মোঃ ছালামত উল্যা বিএসসিকে রাজকীয় সংবর্ধনা দিয়েছে পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা জীবনের কৃতিত্বপূর্ণ সফলতার স্বীকৃতি স্বরূপ দেশ ও বিদেশে অবস্থানরত প্রতিষ্ঠিত ছাত্র-ছাত্রী, অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খীদের পক্ষ থেকে আর্থিক সম্মাননাসহ শিক্ষককে বিপুল পরিমাণ উপহার প্রদান এবং গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে সম্মান প্রদর্শন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে চিনি শিল্প কর্পোরেশনের সাবেক যুগ্ম সচিব মামুন আবদুল মোমেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ ভুঁইয়া। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুস ছোবহান মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান, পায়েরখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিনা আক্তার, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফজিলত আক্তার, বেনজীর আহমেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য আবদুল কাদের চৌধুরী। এ সময় সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিদায়ী শিক্ষকের স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ অসংখ্য গুনগ্রাহী ও শুভাকাঙ্খীবৃন্দ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষককে বিদায় দেয়া দেখে এলাকার সর্বমহলের মানুষ অনেক আনন্দিত এবং সন্তোষ প্রকাশ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET