কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন শ্রমিক কল্যান ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান। শ্রমিক কল্যাণ ফেডারেশনের চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোঃ আবু তৈয়বের সভাপতিত্বে ও পৌর সভাপতি শাহ আলমের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ খাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পৌর জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা দক্ষিণ সেক্রেটারি শাহাব উদ্দিন হায়দার। অনুষ্ঠানে ২০২৫-২৬ সনের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কার্য-নির্বাহী কমিটি ঘোষণা করা হয়ছে। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন; উপজেলা সভাপতি আবু তৈয়ব, সেক্রেটারী আরিফুর রহমান। পৌরসভার সভাপতি আব্দুল কুদ্দুস ও সেক্রেটারি নুর ইসলাম চৌধুরী।