কুমিল্লার চৌদ্দগ্রামে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক তরুন। তাঁর পূর্ব নাম ছিল সজল কুমার পাল। বর্তমানে নাম রাখা হয়েছে মোঃ আবদুর রহমান(২৭)। তিনি পৌর এলাকার দক্ষিণ ফালগুনকরা গ্রামের বিমল কুমার পাল ও পুস্পা রানী পালের ছেলে। শুক্রবার জুমার নামাজের আগে একতা বাজার মসজিদে তাকে কালেমা পড়ান প্রবীণ আলেম মাওলানা আবু তাহের। এরআগে সোমবার কুমিল্লা নোটারি পাবলিক কার্যালয়ে হলফনামার মাধ্যমে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন।
হলফনামায় উল্লেখ করা হয়, সজল কুমার পাল জন্মসূত্রে হিন্দু ধর্মের পুরুষ মানুষ ও বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। পেশায় একজন চালক। তিনি ছোট বেলা থেকেই ইসলামী ধর্মের প্রতি অনুগত ছিলেন এবং দীর্ঘদিন থেকে পবিত্র কোরআন, নামাজ ও মুসলমানের রীতিনীতি ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। সাবালক হওয়ায় এককভাবে তাঁর সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকায় ভবিষ্যতে শান্তির লক্ষ্যে হিন্দু ধর্ম ত্যাগ করে বিনা প্ররোচনায় মুসলিম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর পরিবর্তিত নাম মোঃ আবদুর রহমান এবং পিতা-মাতার নাম ঠিক থাকবে। ইসলাম ধর্ম গ্রহণে পিতা-মাতা বাধা প্রদান করলে আইন আদালতে অগ্রাহ্য ও বাতিল বলে গন্য হবে। হলফনামায় স্বাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের মোঃ সুমন ও নয়ন। এদিকে শুক্রবার কালেমা পড়ানোর সময় মসজিদে সমাজসেবক জাহাঙ্গীর হোসেন, ফালগুনকরা গ্রামের যুবসমাজসহ ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজ শেষে নওমুসলিম আবদুর রহমানের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবু তাহের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবদুর রহমানকে অভিনন্দন জানিয়েছে সচেতন যুব সমাজ।