
কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাসুরের হামলায় প্রবাসীর স্ত্রী লাভলী আক্তার মিয়াজী আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার শুভপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটে। লাভলী আক্তার দুবাই প্রবাসী শাহজালাল মিয়াজীর স্ত্রী। এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।
অভিযোগে জানা গেছে, চাঁনপুর গ্রামে দীর্ঘদিন ধরে লাভলী আক্তার মিয়াজীর স্বামী শাহজালাল মিয়াজীর পৈত্রিক ওয়ারিশ ভুক্ত সম্পত্তি ভোগ করতে না দিয়ে উল্টো ভোগ দখলের চেষ্টা চালায় মোঃ শাহ আলমসহ পরিবারের লোকজন। লাভলীর স্বামী প্রবাসে থাকার সুবাদে শাহ আলমের পরিবারের সদস্যরা লাভলী ও তাঁর সন্তানের উপর জোর জুলুমসহ অত্যাচার নির্যাতন চালিয়া আসছে। লাভলীর শ^শুর ডাঃ আলী আজ্জম জীাবিত থাকাবস্থায় দেখানো মতে শাহজালাল ঘর নির্মাণ করে। ডাঃ আলী আজ্জমের মৃত্যুর পর সম্পত্তি বন্টন করা হলে শাহজালালের ঘরের কিছু অংশ শাহ আলমের সীমানা পড়ে। শাহজালাল দেশে না থাকায় সম্পত্তি অংশ ছেড়ে দিতে কিছুটা সময় ক্ষেপন হয়। বিবাদীগণ সময় না দিয়া তাদের কথা মতো সম্পত্তি দখল ছেড়ে দেয়ার জন্য চাপ প্রয়োগসহ অত্যাচার নির্যাতন অব্যাহত রাখে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানালে বিবাদীগণ সমাজের আইন অমান্য করিয়া চলে। সোমবার দুপুরে শাহ আলম সম্পত্তির দখল ছেড়ে দেয়ার জন্য অশ্লীল ভাষায় লাভলী আক্তার মিয়াজীকে গালমন্দ করে। এর প্রতিবাদ করলে লাভলী আক্তার মিয়াজীর উপর ক্ষিপ্ত হয়ে শাহ আলম তাঁর রান্না ঘরের ভিতরে গিয়ে মাথার চুল ধরে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারা শুরু করে। এক পর্যায়ে শাহ আলমের স্ত্রী রোশনারা বেগম ঘরের সামনে থাকা পাথর দ্বারা লাভলীকে হত্যার উদ্দেশ্যে মাথায় স্বজোরে আঘাত করে। পাথরের আঘাতে লাভলী মাটিতে লুটিয়ে পড়লে শাহ আলম তাঁর বুকের উপর উঠে শ্লীলতাহানি করার লক্ষ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়াসহ গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন, ডান কানের ৮ আনা ওজনের কানের স্বর্ণের দুল নিয়ে যায়। এছাড়া শাহ আলমের স্ত্রী রোশনারা বেগম ও ছেলে নাহিম লাভলীর ঘরে থাকা আলমারী হতে দুই লাখ টাকা চুরি করে নিয়ে যাওয়াসহ জিনিসপত্র ভাংচুর করে। এ সময় লাভলী আক্তার মিয়াজীর চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে শাহ আলমসহ হামলাকারীরা পালিয়ে যায়। পরে লাভলী আক্তার মিয়াজীকে স্থানীয় লোকজন উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার এসআই আবদুল মজিদ জানান, ‘অভিযোগ দায়েরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।