
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ভারত সীমান্তবর্তী দক্ষিণ কাইচ্ছুটি গ্রামে মাদক বিরোধী সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। রোববার বিকেলে স্থানীয় মাদরাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ সৈয়দ একরামুল হক হারুন। আলকরা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল বশরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাওলানা ফয়েজ উল্লাহ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রোটাঃ সাহাব উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক নুরুল আফছার, আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবু নাছের, আলকরা প্রবাসী কল্যাণ পরিবারের সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী ইস্রাফিল হোসেন, ৬নং ওয়ার্ড জামায়াত সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় গ্রামের সচেতন মুরব্বি, যুবসমাজ ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর মাদকের বিরুদ্ধে সমাবেশে উপস্থিত হতে পেরে অনেকে উচ্ছসিত।