কুমিল্লার চৌদ্দগ্রামে বসতভিটায় ছাগল পালনকে কেন্দ্র করে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘাতক বাহার মিয়াকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। বাহার উপজেলার বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের মধ্যমপাড়ায় বুধবার বিকেল সোয়া পাঁচটায় মোঃ ইলিয়াছের সাথে বসতভিটায় ছাগল পালনকে কেন্দ্র করে ছোট ভাই বাহারের বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে বাহার মিয়া বসতঘর থেকে বটি এনে পূর্ব পরিকল্পিতভাবে মোঃ ইলিয়াছকে(৫০) হত্যার উদ্দেশ্যে বাম দিকের পাজরে স্বজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিক পরিবারের লোকজন মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইলিয়াছের স্ত্রী মুর্শিদা আক্তার বাদি হয়ে বাহার মিয়াকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার সংবাদ পেয়ে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘাতক বাহার মিয়াকে গ্রেফতার করে। এ সময় হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা বটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা বলেন, ‘পুলিশ দ্রুত হত্যাকান্ডের মূল আসামীকে গ্রেফতার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে’।