কুমিল্লার চৌদ্দগ্রামে কোরআনে হাফেজ ও এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আলকরা ইউনিয়নের কেন্দুয়া উত্তর পাড়া ইসলামী যুব সমাজ। এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন জসিম ভূঁইয়া, হাজী নুরুল হক, হাজী হাবিবুর রহমান, ইসহাক ভূঁইয়া, আবুল কালাম আজাদ বাবুল, শাহাজাহান সাজু, ডাঃ নাছির উদ্দিন, আব্দুর রহমান বাচ্চু, আবির আহমেদ ভুঁইয়া, আয়োজকদের মধ্যে কবি আতিক হাসান নিলয়, আকবর খান, নাজমুল ইসলাম সজিব, মোঃ শান্ত, রুবেল, আরিফ, আলামিন, নজরুল ইসলামসহ গ্রামের বায়োজেষ্ঠ্য মুরব্বি ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ৬জন কোরআনে হাফেজ ও ৬জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক কমিটি। ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করায় কেন্দুয়া উত্তর পাড়া ইসলামী যুব সমাজকে অভিনন্দন জানিয়েছেন প্রবাসী ও সচেতন মহল।