কুমিল্লার চৌদ্দগ্রামের রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ চট্টগ্রাম ও বাংলাদেশ গার্ডেনার্স সোসাইটি ইউকে’র সহযোগিতায় বন্যা পরবর্তী মানুষের স্বাস্থ্যসেবায় ৬ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রামচন্দ্রপুর আল মদিনা নূরানী মাদরাসায় দিনব্যাপী এ কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন সাবেক মেম্বার আবদুল জলিল, সমাজসেবক হাজী একেএম শহীদুল আলম, আবদুল খালেক, ব্যবসায়ী ফরিদ উদ্দিন ফটিক, আবদুল হাই, আবুল কালাম, জহিরুল ইসলাম সুমন, মোঃ ইলিয়াছ, রামচন্দ্র্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাষ্টার মোঃ আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজালাল, প্রচার সম্পাদক নাজমুল হাসান মাসুদ। ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫টি মেডিকেল বুথের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ৬ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করেন।
এদিকে অসহায় মানুষের কল্যাণে রামচন্দ্রপুর সাফিয়া আনা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বিনামুল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রেমিটেন্সযোদ্ধা মাস্টার মোঃ আবদুল ওয়াদুদ।