কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলা মুফাসসির সম্মেলন ও ২০২৫ সালের ডায়েরি বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার হোটেল টাইমস্ স্কয়ার অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাসির উদ্দিন হেলালী। প্রধান মেহমান ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা মাজলিসুল মুফাসসিরীনের প্রধান উপদেষ্টা মোঃ মাহফুজুর রহমান। কুমিল্লা দক্ষিণ জেলা মাজলিসুল মফাসসিরীন সভাপতি মুহাদ্দিস আব্দুল হালিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান। বিশেষ মেহমান ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা ও আন্তঃধর্ম বিভাগের সভাপতি মাওলানা আবদুল খালেক। মাজলিসুল মুফাসসিরীন চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন সালেহী ও সদর উপজেলা সভাপতি মাওলানা আজহারুল ইসলাম তানভীরের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু বক্কর ছিদ্দিক, ওলামা বিভাগ চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, শায়েখ আবু সালেহ, মাওলানা হাবিবুর রহমান আল ফরিদী, মাওলানা আবদুল জলিল মাদানী, মাওলানা নেছার উদ্দিন লস্কর, মাওলানা আইয়ুব, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, এটিএম মাসুম, মাওলানা সানা উল্লাহ, মাওলানা জিল্লুর রহমান হাশেমী, মাওলানা মোঃ আবু ইউসুফ, মাওলানা ইখলাছুর রহমান, মাওলানা সামছুল হক, ইয়াছিন সালেহী, মোঃ কামাল উদ্দিন। কোরআন তেলাওয়াত করেন হাফেজ খোরশেদ বিন শাহজাহান। ইসলামী সংগীত পরিবেশন করেন মাওলানা আবদুল হাই।
সম্মেলনে মুফাসসিরগণ বলেন, দেশের উন্নয়নে আলেম সমাজের ভুমিকা গুরুত্বপূর্ণ। আলেমরা পারে সমাজকে সুন্দর করতে। আলেমদের গঠনমূলক আলোচনা ও প্রশিক্ষণ সামাজিক অবক্ষয় রোধ করে। ইসলামী শিক্ষায় যুবকদের শিক্ষিত করলে সবক্ষেত্রে কাজের সৌন্দর্য বাড়ে। এখলাছের সহিত মুফাসসিরগণের কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।