১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের ঈদ পূর্ণমিলনী




চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের ঈদ পূর্ণমিলনী

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২১ ২০২৫, ১৯:৫২ | 617 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মেজবাউল আলম। এ উপলক্ষে শনিবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ ইসলামিয়া সুইটস্ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ দিলু’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক মমিনুল হক খন্দকার, মতিউর রহমান বেলাল, মোঃ দাউদ, জহিরুল ইসলাম সোহেল, গিয়াস উদ্দিন, নিজাম উদ্দিন, জিয়াউল হক, ইউসুফ ভুঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পল্লী চিকিৎসক পরিষদের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ হোসাইন সুমন, কোষাধ্যক্ষ ইউসুফ মিয়াসহ উপজেলার দক্ষিণের বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষসহ পল্লী চিকিৎসকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল, বিশেষ অতিথি ডাঃ মেজবাউল আলম ও সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহকে সম্মাননা স্মারক প্রদান করে পল্লী চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, পল্লী চিকিৎসকরা নারী ও শিশুসহ সকল রোগীর প্রাথমিক চিকিৎসার প্রাণ। পল্লী চিকিৎসকদের ন্যায় ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। এতে মানুষ চিকিৎসায় ভরসা পাবে। কিন্তু অতিরিক্ত লোভের আশায় ঝুঁকি নিয়ে কোন রোগীকে অতিমাত্রার ওষুধ দেয়া যাবে না। এক্ষেত্রে পল্লী চিকিৎসক ও রোগীদেরকে আরও সচেতন হতে হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET