
কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র হাতকে শক্তিশালী করার লক্ষে পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ অলি আহমেদ মেম্বার। শুক্রবার বিকেলে এ উপলক্ষে চৌদ্দগ্রাম বালিকা বিদ্যালয় অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে ৮নং ওয়ার্ড বিএনপি নেতা রৌশন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী নুরুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আবদুল মান্নান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ইয়াছিন সবুজ, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরী, ৮নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ ইলিয়াছ খন্দকার, উপজেলা ছাত্রদল নেতা কাজী সানজিদ হাসান শাকিল। ৮নং ওয়ার্ড বিএনপি নেতা রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শাহ আলম, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক কাজী জালালসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।