কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিঞাবাজার ফিউচার সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী র্যাফেল ড্র ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে মিঞা বাজারস্থ টাইম স্কয়ার হোটেলে আয়োজিত অনুষ্ঠানে কাশিনগর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু’র সভাপতিত্বে ও সাইফুল ইসলাম মানিক ও আবু বকর সিদ্দিক নোমানের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফিউচার সোসাইটির সাবেক সহসভাপতি আবু তাহের, ফিউচার সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মজিবুর হক মিঠুর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে ফিউচার সোসাইটির সভাপতি পূণঃ নির্বাচিত হয়েছেন কাশিনগর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আরিফুর রহমান মঞ্জু, ওমর ফারুক রনিকে সহ-সভাপতি, আবুল কালামকে সাধারণ সম্পাদক, মনির হোসেনকে সহ-সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম মানিক, ফারুক আহম্মেদ, আবু বকর সিদ্দিক নোমানকে অর্থ সম্পাদক, রহমত উল্যাহ বাবুকে দপ্তর সম্পাদক, আমান উল্লাহকে আপ্যায়ন সম্পাদক, আনোয়ার জেবিনকে সহ-আপ্যায়ন সম্পাদক, আবুল খায়ের, আব্দুল গাফুর, আনোয়ার হোসেন শিহাব, সুরুজ মিয়া, মিজানুর রহমানকে প্রবাসী বিষয়ক সম্পাদক, আক্তার হোসেন জনি, মোঃ ফারুক, মোরশেদ আলম, মাহাবুব আলম জনি, মহসিন হোসেনকে সদস্য করে ফিউচার সোসাইটির কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে শেষে র্যাফেল ড্র পুরস্কার বিতরণ ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।