‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে। পিএফজি ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে বুধবার (২ অক্টোবর) সকালে জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ছাগলনাইয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুস সালাম সরকার। বক্তব্য প্রদান করেন, সাংবাদিক জাহাঙ্গীর কবির লিটন, সাংবাদিক এবিএম নিজাম উদ্দিন, পৌর জাতীয় পার্টির সভাপতি শাখাওয়াত হোসেন পাটোয়ারী প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ছাগলনাইয়া গণ পাঠাগারের সাধারণ সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ,
সাংবাদিক শেখ কামাল, সাংবাদিক মোঃ মোস্তফা, সাংবাদিক কফিল উদ্দিন মজুমদার, সাংবাদিক কাজী নুরুল আলম নিলু, সাংবাদিক মোহাম্মদ আলী, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক নুর হোসেন মজুমদার, ব্যবসায়ি ডাঃ আবদুল্লাহ রিপন, মোতাহের হোসেন প্রমুখ।










