সম্প্রতির ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ছাগলনাইয়ার ২৫০ পরিবারের মাঝে সেভ দ্য চিলড্রেন’র অর্থায়নে নগদ অর্থ ও কিচেন কীট প্রদান করেছে ইপসা। সংশ্লিষ্টরা জানান, ছাগলনাইয়ার ১২০ পরিবারের মাঝে নগদ ৬ হাজার টাকা করে এবং ১২০ পরিবারের মাঝে কিচেন কীট প্রদানের পাশাপাশি সেল্টার মেরামতের জন্য অনকন্ডিশনাল ১০ জনকে নগদ ১০ হাজার টাকা হারে সহায়তা প্রদান হয়। ইয়ং পাওয়ার ইন সোস্যাল এ্যাকশন’র (ইপসা) বাস্তবায়নে গত ১৯ নভেম্বর ছাগলনাইয়া উপজেলা পরিষদ হলরুমে এ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইপসা ছাগলনাইয়া শাখা ব্যবস্থাপক ফখরুল ইসলাম, সেভ দ্য চিলড্রেন’র প্রজেক্ট ম্যানেজার আবদুল হাকিম, সেভ দ্য চিলড্রেন’র ইমারজেন্সি রেসপন্স মমতাজ বেগম, ছাত্র প্রতিনিধি মিরাজ হোসেন।
Please follow and like us: