
ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ও পশ্চিম ছাগলনাইয়া ওয়ার্ডের সীমান্ত রেখায় অবস্থিত জগন্নাথ বাড়ী খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মার্চ) স্থানীয়দের বহুল প্রত্যাশিত স্থানীয়দের বহুল প্রত্যাশিত এ খান খনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত বলেন, স্থানীয় ছাত্র প্রতিনিধিদের আবেদনের প্রেক্ষিতে জগন্নাথ বাড়ী খাল খননের পরিকল্পনা গ্রহন করা হয় এবং তা বাস্তবায়ন হচ্ছে। দীর্ঘ সময় এ খাল খনন না করায় এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হয়েছে মন্তব্য করে স্থানীয় জনসাধারণ জানান, ইতিপূর্বে আমরা খালটি খনন করার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেও ফল পাইনি। ছাত্র প্রতিনিধিদের আন্তরিক প্রচেষ্টায় খনন কাজ শুরু হওয়ায় উপজেলা প্রশাসন ও ছাত্র প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী। ছাত্র প্রতিনিধি
মিরাজ হোসাইন, শাহেদ হোসেন, সাইদুল আরেফিন, পৌর কর্মকর্তা মুক্তার হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: