
ছাগলনাইয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজেস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (ডিএসসিআর) ডিপার্টমেন্ট। উপজেলার বিভিন্ন স্থানে
বন্যাদার্গতদের জন্য জনস্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন, বিনামূল্যে ঔষধ বিতরণ,
ঘর বিধ্বস্ত হওয়া পরিবারের পুনর্বাসনে অর্থ সহায়তা, খাদ্য সহায়তা, সেলাই মেশিন বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজেস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স ডিপার্টমেন্ট। এসব মানবিক কাজে সার্বিক সহযোগিতা করেছে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক) এর নেতৃবৃন্দ ও স্থানীয় তরুন সমাজ। সোমবার (১৬ সেপ্টেম্বর) পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া মধ্যম ব্লকে অনুষ্ঠিত জনস্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ফ্যাকাল্টির ডিন, DSCR ডিপার্টমেন্টের প্রফেসর ও চেয়ারম্যান ড. জিল্লুর রহমান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ প্রমোশন ইউনিটের ডিরেক্টর প্রফেসর ড. ইকবাল কবির, যোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল কবির, ডাঃ মাশরুর রেজা, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস’র (BUP) ড. সৌমিক বড়ুয়া, ড. ওয়াকিল, ড. ফারিহাসহ অতিথি ও সিনিয়র ডাক্তারবৃন্দ ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও ক্যাম্পেইনে বন্যা পরবর্তী নারী ও শিশু পুষ্টি সচেতনতায় পুষ্টিবিদদের একটি টিম ক্যাম্পে উপস্থিত আগ্রহী নারীদেরকে শিশুদের পুষ্টি বিষয়ক পাঠদান, হাতেনাতে পুষ্টিকর খাদ্য তৈরি প্রক্রিয়া দেখানোর পাশাপাশি নির্দিষ্ট সংখ্যক শিশুদের মাঝে খাদ্য সরবরাহ করে। ক্যাম্পেইন পরবর্তীতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ প্রমোশন ইউনিটের ডিরেক্টর প্রফেসর ড. ইকবাল কবির’র নেতৃত্বে DSCR এর সার্ভে টিম ও পুসাকের সদস্যদেরকে সাথে নিয়ে চলমান পুনর্বাসন কার্যক্রম সরাসরি পরিদর্শন করে। এছাড়াও পুর্ব জরিপ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ভুক্তভোগীকে পাবলিক হেলথ এওয়্যারনেস প্যাকেজ ও মহিলাদের মাঝে কিছু সেলাই ম্যাশিন সামগ্রী বন্টন করা হয়। এসময় পুসাকের উপদেষ্টা সাইফ উদ্দিন আহমেদ সাইফ, আরশাদ হোসেন শালিম, সভাপতি তানজিল আরিফ, সাবেক সাধারণ সম্পাদক তাশরিফ আহমেদ, দপ্তর সম্পাদক মাহিম সাঈদ জিসান, স্থানী যুবক ওয়াহিদুর রেজা মাহি, মাহিদুল ইসলাম দ্বীপসহ স্থানীয় যুবকগণ উপস্থিত ছিলেন।