ছাগলনাইয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউসিসিএ) এর ব্যবস্থাপনা কমিটির ২০২৪ সালের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নবনির্বাচিত সভাপতি জাফর হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সদস্য সচিব উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জলী রানী দাস’র পরিচালনায় সভায় নবনির্বাচিত সহ-সভাপতি আবদুল মোমিন ভূঁইয়া, সদস্য দেলোয়ার হোসেন রাজিব, আলাউদ্দিন মজুমদার, আমজাদ হোসেন, আলমগীর হোসেন, রেহানা আক্তার ও কাউছার আক্তার উপস্থিত ছিলেন।
সভায় ছাগলনাইয়া ইউসিসিএ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির কো-ডিরেক্টর পদে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, সহিদ রানা, নাজিম উদ্দিন ও সাহাব উদ্দিনের নাম প্রস্তাবিত হয়।
সভা শেষে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহলের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহবায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব আলমগীর বিএ, পৌর বিএনপির আহবায়ক ইউছুফ মজুমদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কফিল উদ্দিন সরকার, পৌর বিএনপির সদস্য সচিব আবদুল লতিফ, উপজেলা যুবদলের আহবায়ক কাজী জসিম উদ্দিন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্সি সহিদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমরান হোসেন, সদস্য সচিব শেখ সাদী, জেলা ছাত্রদলের সদস্য আবদুল্লাহ আল নোমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজোয়ার হোসেন ফারদিন প্রমুখ।