
উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম পরিচালনার নিমিত্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে ছাগলনাইয়া উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল সাত সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির অনুমোদন প্রদান করেন। উক্ত কমিটিতে পদাধিকার বলে আহবায়ক পদে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম কমল ও সদস্য সচিব পদে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম সাইফুল ইসলাম নির্বাচিত হয়। এছাড়াও সদস্য পদে রয়েছেন, কফিল উদ্দিন মাহমুদ (কোচ), মোহাম্মদ আলাউদ্দিন (রেফারি), কফিল উদ্দিন (ক্রীড়া প্রতিবেদক, সাজোয়ার হোসেন ফারদিন (ছাত্র প্রতিনিধি) এবং নজরুল ইসলাম চৌধুরী (ক্রীড়া সাংবাদিক)।