
ছাগলনাইয়া পৌরসভার বিল্ডিং কন্সট্রাকশন কমিটির সদস্য মনোনীত হয়েছেন প্রকৌশলী এএসএম মাঈন উদ্দিন খাঁন। গত ১৮ মার্চ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ সাব্বির মোস্তফা স্বাক্ষরিত পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রকৌশলী এএসএম মাঈন উদ্দিন খাঁন ছাগলনাইয়া পৌরসভার ৯ নং ওয়ার্ড পুর্ব ছাগলনাইয়া মৌলভী বাড়ীর মরহুম একেএম এনায়েত উল্লাহর (অবসরপ্রাপ্ত পোস্ট মাস্টার) ছেলে। প্রকৌশলী এএসএম মাঈন উদ্দিন খাঁন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ইন্সট্রাক্টর/লেকচারার, সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি পদে কর্মরত রয়েছেন।