২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র আত্মপ্রকাশ 

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২৪, ২২:৩৯ | 669 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

ছাগলনাইয়া সোসাইটি ঢাকার আত্মপ্রকাশ হয়েছে। গত ১ অক্টোবর রাজধানী ঢাকায় ছাগলনাইয়া সোসাইটি ঢাকার কমিটি গঠন করা হয়েছে। রাশেদুল হাসান রানাকে সভাপতি ও মোঃ আবদুল খালেক খোকনকে সাধারণ সম্পাদক করে মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য পদের সদস্যরা হলেন- সহ-সভাপতি, কাজী ওবায়দুল হক সিরাজী, মোঃ আব্বাস উদ্দীন, মাও. মাহফুজুর রহমান মজুমদার। সহ-সেক্রেটারী, নুরুল আলম শাহাজাহান, এ্যাড. আজিম উদ্দিন। সাংগঠনিক সম্পাদক, জাহেদ হোসাইন। সহ-সাংগঠনিক সম্পাদক , মামুনুর রহমান ভূঁইয়া, শরিফুল ইসলাম, জহির উদ্দীন, নজরুল ইসলাম, কামরুল হাসান ভূঁইয়া, নাজমুল হাসান ফরায়েজী।

কোষাধ্যক্ষ, মোতালেব হোসেন পাটোয়ারী। প্রচার ও প্রকাশনা আব্দুল মতিন মুক্ত। দপ্তর সম্পাদক, সাদেকুল ইসলাম দিদার।আইন বিষয়ক সম্পাদক এ্যাড. হারুনুর রশিদ ফরহাদ। শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক রকিব উদ্দীন। শিক্ষা ও ছাত্র কল্যান সম্পাদক, সাইফুল ইসলাম খান। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া রিয়াদ। ক্রিড়া বিষয়ক সম্পাদক ইঞ্জি. এনামুল হক আজিম। ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদমোঃ ইব্রাহীম।

কার্যকরি সদস্য- কাজী এ কে আজাদ মিলন, মোঃ আলা উদ্দীন, ইঞ্জি মোশারফ হায়দার, মোঃ আবু তৈয়ব, মোস্তাফিজুর রহমান চৌধুরী বাবর, জাহিদ খন্দকার, ইব্রাহীম মজুমদার ছোটন, কামরুজ্জামান।

সাধারণ সম্পাদক মোঃ আবদুল খালেক খোকন জানান, ঢাকায় বসবাসরত উপজেলার নাগরিকদের যে কোন প্রয়োজনে
একই প্লাটফর্মে নিয়ে আসা,উপজেলার ছাত্র-ছাত্রীদের দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা,শিক্ষা বৃত্তি চালু করা, গুনীজন সংবর্ধণা, মাদকমুক্ত যুব সমাজ গড়া,অসহায় নাগরিকদের সহায়তা,অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেয়া, অসহায় নারী ও শিশুদের বিশেষ স্বাস্থ্যসেবা সহ নানা উদ্যোগে উপজেলাবাসীকে একত্রিত করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে “ছাগলনাইয়া সোসাইটি ঢাকা ”
এটি সম্পূর্ণ অরাজনৈতিক একটি সামাজিক সংগঠন। ছাগলনাইয়া উপজেলার নাগরিক দল- মত, ধর্ম- বর্ণ, জাতি -গোষ্ঠী নির্বিশেষে সকলে এ সোসাইটির সদস্য হতে পারবেন। তবে দেশবিরোধি কোন কাজে সম্পৃক্ত কেউ এ সংগঠনের সদস্য হতে পারবেন না।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET