১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নিবার্চনী সংবাদ
  • ছাগলনাইয়ার মহামায়ায় মেম্বার পদে উপনির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে: ওসি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ




ছাগলনাইয়ার মহামায়ায় মেম্বার পদে উপনির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে: ওসি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : ডিসেম্বর ২৪ ২০১৯, ২২:২৮ | 1786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আগামী ৩০ ডিসেম্বর ২০১৯ তারিখে ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর যশপুর এলাকায় মেম্বার পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সরকার দলীয় ৫ জন প্রার্থী প্রার্থীতা করছে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার প্রচারণায় মুখরিত নির্বাচনি এলাকা। পোস্টার, ব্যানার, মাইকিং সহ ব্যাপক প্রচারণা চালাচ্ছে সকল প্রার্থী। দু’একজন প্রার্থীর পক্ষে প্রচার প্রচারণায় নির্বাচনি আচরণ বিধি লঙ্গনের অভিযোগও পাওয়াগেছে। এছাড়াও ভোট কেন্দ্রে গিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে রায় দিতে পারবেনা বলে জনৈক প্রার্থী আতঙ্ক চড়াচ্ছে বলেও অভিযোগ উঠেছে। ভোটের আগের দিন ভোর রাতে নির্বাচনি এলাকার বিভিন্ন পয়েন্টে বোমা নিক্ষেপ করে ভোটারদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে ভোট কেন্দ্রে না আসার পরিকল্পনা সহ নির্বাচন বানচালের নানাবিধ পায়তারার অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ করেছেন একাধিক প্রার্থী। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় এ নির্বাচনের ৫ জন প্রার্থীকে সাথে নিয়ে ছাগলনাইয়া থানায় নির্বাচনী আরচণ বিধি মেনে চলে প্রচার প্রচারণা চালাতে নির্দেশ প্রদান করেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ। এসময় ওসি কঠোর ভাষায় সকল প্রার্থীকে বলেন, যে প্রার্থী নির্বাচনী আচরন বিধি লঙ্গন করবেন তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো। তিনি বলেন, এ উপনির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে আমরা চার স্তর বিশিষ্ট পুলিশি নিরাপত্তার ব্যবস্থা রাখছি। কোনো ভাবেই অনিয়মের সুযোগ কোনো প্রার্থী পাবেনা। ওমি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ বলেন, ৩০ ডিসেম্বর ছাগলনাইয়ার উত্তর যশপুরের এ উপনির্বাচন শান্তিপুর্ণ ও সুষ্ঠু নির্বাচন এবং একটি দৃষ্টান্ত মুলক নির্বাচন উপহার দিবো।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET