বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ছাগলনাইয়ায় ছাত্রদলের একাংশের পক্ষ থেকে ২’শ দুঃস্থ জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রবিবার (৯ ম) দুপুরে ছাগলনাইয়া পৌর শহরের জমদ্দার বাজারে এ খাদ্য সহায়তা সম্পন্ন হয়। প্রতিটি প্যাকেজে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, চিনি, লবণ, বাংলা শাহী সেমাই, লাচ্ছা সেমাই, নুডুলস ও বাদাম। উপজেলা ছাত্রদলের একাংশের সভাপতি এসএম শাহাদাত উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মোতালেব বিকাশ, মহামায়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাঈন উদ্দিন পারভেজ সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, শুভপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওসমান হোসেন অনিক, সাধারণ সম্পাদক মহিউদ্দিন সুজন, রাধানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান ফরাজি, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন প্রমুখ।