
আনোয়ার হোসেন রনি,ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি-
সুনামগঞ্জের ছাতকে রোগী কল্যাণ সমিতির অফিস কক্ষ শুভ উদ্বোধন করলেন ইউএনও তরিকুল ইসলাম। গত বুধবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরে এক কক্ষ উদ্বোধন করা হয়েছে। প্রধান অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম,বিশেষ অথিতি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাত্তার নুসরাত আরেফিন। বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মোহাম্মদ মহসীন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, সাংবাদিক মীর আমান মিয়া লুমান, নার্সিং সুপারভাইজার স্মৃতি মন্ডল সহ মেডিকেল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ৩ জন রোগীকে বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়।