
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুধার উদ্যোগে ৫ শতাধিক ছিন্নমুল কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল ও সাল চাদর বিতরণ করা হয়েছে।
দিনব্যাপী সিরাজগঞ্জ সদর উপজেলার ৫টি প্রি-প্রাইমারি স্কুলের শিক্ষক ও ছিন্নমূল শিক্ষার্থীদের মাঝে এই শীত বস্ত্র কম্বল ও শাল চাদর বিতরণ করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সুধার প্রতিষ্ঠাতা ম্যানেজিং ওয়ার্কার বীর মুক্তি যোদ্ধা বিশিষ্ট মানবাধিকার কর্মী, ট্রিট এডুকেটর, সমাজ কর্মী বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন এর ব্যক্তিগত উদ্যোগে ও দিকনির্দেশনায় জনকল্যাণ মুখী এ প্রকল্পটির সুবিধা মাঠ পর্যায়ে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির শুরু লগ্ন থেকে গ্রামীন হতদরিদ্র, অসহায়, নিপীড়িত কৃষক পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সুধা স্বনির্ভর প্রকল্প বিনা সুধে ঋণ বিতরণের পাশাপাশি ছাগল বিতরন, সেলাই মেশিন বিতরণ, প্রশিক্ষন প্রদান, বৃক্ষ রোপণ সহ নানাবিধ জনকল্যাণমুখী, স্বেচ্ছাসেবী সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে আসছে।
বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম খোকন বলেন, দারিদ্র্য দূরীকরণের জন্য নানামুখী জনকল্যাণকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধীরে ধীরে এর কর্ম পরিধি বাড়িয়ে দেওয়া হবে। শীত কালে হতদরিদ্র পরিবারের মানুষ কিছুটা হলেও যেন শীত নিবারন করত পারে সেই জন্যে এই ক্ষুদ্র প্রেচেষ্টা।