
মেহেদী হাসানঃ- যশোরের কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র মোঃ রফিকুল ইসলাম আবারও আওয়ামী লীগের দলীয়ভাবে নৌকার মনোনয়ন পেয়েছেন। এ ঘটনায় রফিকুলের সমর্থক আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি এই পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দলীয় মনোনয়ন পেয়েছেন জননন্দিত ও নান্দনিক সুযোগ্য বর্তমান মেয়র রফিকুল ইসলাম ।
পৌরবাসী বলছেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য তরুণেরা আনন্দিত।
গত বৃহস্পতিবার মেয়র মোঃ রফিকুল ইসলামের পক্ষে উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদের নিকট থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শনিবার (৩০ জানুয়ারি) কেশবপুর পৌর শহরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খাদিজা খাতুন।
মিষ্টি বিতরণকালে তিনি বলেন, ”প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেন আমরা তাকেই মেনে নেই। কেশবপুরে সুস্থ ধারার আওয়ামী রাজনীতির ধারক ও বাহক এবং কর্মীবান্ধব ও জনপ্রিয় এ নেতাকে দলীয় মনোনয়ন দেওয়ায় আমরা আনন্দিত। তার হাতেই নৌকা নিরাপদ বলে আমরা মনে করি। পৌর নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন বলে আমরা আশা করি।”
তিনি আরও বলেন, কেশবপুরে তরুণদের নেতৃত্ব দিতে জাহিদুলের বিকল্প নেই। তাঁকে মনোনয়ন দেওয়ায় আবারও নৌকার ভোটবিপ্লব ঘটবে।
গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর পঞ্চম ধাপে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি, প্রার্থিতা বাছাই ৪ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও প্রতীক বরাদ্দ ১২ ফেব্রুয়ারি।