জমির দালালের হয়রানি থেকে পরিত্রাণ এবং টাকা ফেরত পাইবার দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন করেছে মংলা উপজেলার সানবান্ধা এলাকার মৃত হরিচরণ মন্ডলের ছেলে সুপ্রকাশ মন্ডল। শনিবার বেলা বারোটায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সুপ্রকাশ মন্ডল উল্লেখ করেন (১) বিপ্লব বালা পিতা মৃত সোনা বালা (২) মৃণাল বৃক্ষ পিতা মৃত মহেন্দ্রনাথ ব্রক্ষ সর্ব সাং নতুন কালশিরা, (৩) আউলিয়া শেখ পিতা মৃত আবুল কালাম শেখ বারাসিয়া সর্ব থানা চিতলমারী জেলা বাগেরহাটগন জমির দালাল। এদের বিরুদ্ধে দালালী ও বাটপারির ব্যাপক অভিযোগ রয়েছে।
বিপ্লব বালার সাথে পারিবারিক দক্ষতা থাকার কারণে চিতলমারী উপজেলার শ্রীরামপুর মৌজার ৮ বিঘা সম্পত্তি ক্রয় করার লক্ষ্যে নগদ ও চেক এর মাধ্যমে ৩৭ লক্ষ টাকা প্রদান করেন। টাকা দেওয়ার এক সপ্তাহ পরে জমি দলিল করে দেওয়ার কথা থাকলেও বিপ্লব নানাভাবে ঘুরাইয়া দিন পার করতে থাকে। দীর্ঘ ১১ মাস পর জমির মালিক মৃণাল ব্রহ্ম শ্রীরামপুর মৌজার ২.৯১৫০ শতক জমি পাওয়ার অব অ্যাটর্নি এবং তার স্ত্রী ইলা ব্রহ্ম ২৬ শতক জমি হেবা মূলে দলিল করিয়া দেয়।
বাকি জমি দলিল করিয়া দেওয়ার জন্য বারবার বলা ও চাপ প্রয়োগ করলেও বিপ্লব কোন সমাধান না করে ঘুরাইতে থাকে। একপর্যায়ে জানতে পারি বিপ্লব জমির মালিকদের ৩৭ লক্ষ টাকার পরিবর্তে ২৫ লক্ষ টাকা প্রদান করিয়েছেন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে শালীশ অনুষ্ঠিত হয় এবং স্থানীয় বিএনপি নেতা আউলিয়ার কাছে ১২ লক্ষ টাকা জমার সিদ্ধান্ত হয়। নির্ধারিত তারিখে আউলিয়া শেখ টাকা না দিলে তার কাছে জিজ্ঞাসা করা হয় এবং সে টাকা দিবে না মর্মৈ জানিয়ে দেয়। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের জানাইয়া ও কোন সমাধান করিতে পারে নাই। এমতাবস্থায় সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে সহযোগিতার আহ্বান জানানো হয় এই সংবাদ সম্মেলনে।
Please follow and like us: