২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন




জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে মানববন্ধন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২৫, ১৭:৫৬ | 627 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজেন পদমপাল এলাকায় এ সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীর পরিবার জানান, গাজী আলতাফ হোসেন ও তাঁর পুত্র জাহিদ হাসানগং ৩ ডেসিম্যাল জমি ক্রয় করতে না পেরে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছে। চলতি বছরের জানুয়ারী মাসের ১৮ তারিখ রাত সাড়ে ১১টায় জাহিদ হাসানগংদের মনোহারী দোকানে কে বা কাহারা আগুনে পুড়ে ৫ লাখ টাকা ক্ষতি করেছে। সেই ক্ষতি চেয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, গৃহিনীদের মারধর, পরিবারকে গুম করার নানান ভয়ভীতি দেখান জাহিদ হাসান ও তাঁর পরিবার।

এনিয়ে জমিদাতা সুজাব আলী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিলসহ ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ২মাস পূর্বে বাড়ীর সামনে যাতায়াতের সুবিধার জন্য ৬ লাখ টাকা দিয়ে ৩ ডেসিম্যাল জায়গা ক্রয় করি। কেনার পর সেই ফেরত নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সম্প্রতি আগুনে পুড়ে দোকান ক্ষতিতে মিথ্যা মামলায় আমাদের অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে গ্রামের ইউপি সদস্য বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফিরোজসহ সকল পর্যায়ে মুরুব্বীদের নিয়ে দফায় দফায় বৈঠক বসলেও জাহিদ হাসান গং কাউকে তোয়াক্কা করছে না। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি জাহিদ গং পরিকল্পিতভাবে তারাই আগুনে পুড়ে আমাদেরকে হেয়পন্ন করার চেষ্টা করছে। বাড়িঘরসহ জায়গা তাদের কাছে বিক্রি করে অন্যত্র চলে যেতে বলছে। তাদের দেওয়া মামলা সম্পূর্ণ মিথ্যা সাজানো এবং বানোয়াট। জাহিদ হাসান গংদের অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি চেয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবী করেন ভুক্তভোগীর পরিবার।

মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল, জমিদাতা সুজাব আলী। এসময় এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET