২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • ইতিহাস ঐতিহ্য
  • জমে উঠেছে ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন




জমে উঠেছে ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২৩, ১৯:০৩ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জমে উঠেছে ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার ব্যবসায়ী কল্যান সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। প্রার্থীরা নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছেন। চায়ের দোকান থেকে শুরু উপজেলার প্রতিটি স্থানে এ নির্বাচন নিয়ে আলোচনার ঝড় চলছে। তাছাড়া বিগত নির্বাচনের তুলনায় এবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা বেশি হওয়ায় এ নির্বাচনের গুরুত্ব বেড়ে গেছে। নির্বাচনে ১০টি পদের বিপরীতে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে ৫টি পদে ৬জন প্রার্থী বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২০ফেব্রæয়ারি সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত কাঁঠালতলা বাজারের কাঁচামাল চাঁদনীতে নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ৩২৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। বিনা প্রতিদ্ব›দ্বীতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোল্যা, দপ্তর সম্পাদক প্রহ্লাদ দাস, প্রচার সম্পাদক হায়দার আলী শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান মোল্যা ও নির্বাহী সদস্য এসএম সিদ্দিকুর রহমান ও জি এম আমিনুল ইসলাম। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বীতা করছেন তারা হলেন, সভাপতি পদে আব্দুল আজিজ শেখ, বিষ্ণু বসাক ও মাহাবুর রহমান উথান। সহ-সভাপতি পদে নজরুল ইসলাম শেখ ও মোঃ আসাদুজ্জামান। সাধারণ সম্পাদক পদে মোঃ হাসান শেখ, রায়হান উদ্দিন মোড়ল, শেখ হাফিজুর রহমান, পলাশ দাস। কোষাধ্যক্ষ পদে মোক্তার হোসেন গাজী ও হাফিজুর রহমান শেখ। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রশিদ গাজী ও আতাউর রহমান। নির্বাচনে সার্বিক সহযোগিতা করবেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিএম ফারুক হোসেন এবং যুগ্ম আহ্বায়ক এমএম আব্দুল্লাহ। প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থাকবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসেম আলী। এব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন বলেন, নির্বাচন শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সবাই যোগ্য প্রার্থী। আমাদের কোন প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোন সমার্থন নেই। আশা করি ভোটাররা তাদের যোগ্য নেতৃত্বকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET