ছাগলনাইয়া উপজেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলার ৮ নং রাধানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজ উদ্দৌলা পাটোয়ারীর মা সালেহা খাতুনের (৯৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেনী-১ আসনের সাংসদ ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। একই সাথে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এক শোক বার্তায় শিরীন আখতার এমপি বলেন, ছাগলনাইয়া উপজেলা জাসদের সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দৌলা পাটোয়ারীর জননী মরহুমা সালেহা খাতুন একজন ধার্মিক নারী ছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ স্থান দান করুক আমরা সবাই তার জন্য এ দোয়া করি। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সাংসদ শিরীন আখতার।