কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা বাজার সিদ্দিকীয়া আলীম মাদরাসার আলীম পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় মিলাদ, দোয়া ও বিদায়ী অনুষ্ঠান বুধবার দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসা গভর্নিং বডি সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মাদরাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মীর হোসাইন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা ইংরেজি প্রভাষক হাসান তানজীর।
মাদরাসা সহকারী শিক্ষক আব্দুল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডি সদস্য মুফতি মাস্টার সাঈদুজ্জামান, গভর্নিং বডি শিক্ষক প্রতিনিধি এ কে এম ফজলুল হক।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসা আরবি প্রভাষক এস.এম ইউসুফ মোল্লা নেছারী, সিনিয়র শিক্ষক মাওলানা শামছুল হুদা প্রমূখ।
অনুষ্ঠান শেষে আলীম পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাদরাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মীর হোসাইন।