বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় ঠাকুরগাঁওয়ে জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতার স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩ নভেম্বর রোববার বিকালে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখা’র আয়োজনে পাউবো রেষ্ট হাউজ হলরুমে এসব কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে আয়োজিত স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিলে জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখা’র আহ্বায়ক মোঃ জুলফিকার আলী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান আসাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।
গেষ্ট অব অনার ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা শরিফুল ইসলাম শরিফ ও জেলা বিএনপির দপ্তর সম্পাদক, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মো: মামুন অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ, মোঃ কাজী মাহমুদুল হাসান, সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, অর্থ সচিব মোঃ আবেদ আলী।
এতে আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মিলন, ঢাকা জেলা সদস্য সচিব বাপ্পি আহমেদ শ্রাবন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস, এম জসিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা সভাপতি সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন ও মনসুর আহমেদ প্রমূখ।
বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও প্রবীণ এবং গুণী সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম আলতাফ হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবন ও তাঁর মহান এবং মহৎ কর্মগুলো নিয়ে আলোচনা করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
সে সময় জাতীয় সাংবাদিক সংস্থা,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ, সংগঠনের ঢাকা বিভাগের নেতৃবৃন্দ এবং সংস্থা’র ঠাকুরগাঁও জেলা শাখা ও উপজেলা শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সব শেষে বিশিষ্ট সাংবাদিক, লেখক ও গবেষক, জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Please follow and like us: