ডুমুরিয়ার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যাকারীদের শাস্তি দাবি ও তার রুহের মাগফেরাত কামনায় আটলিয়া ইউপি’র উদ্যোগে এক স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টার পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিনা আক্তার রুমা। বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ শামীমুজ্জামান শামীম, সহকারী সচিব হেলাল হোসেন, ইউপি সদস্য মাওঃ মতিউর রহমান, এম এ সালাম, মনিরুজ্জামান মালী, আলাউদ্দিন মালী, পতিরাম হালদার, পলাশ দাস, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, ফিরোজা বেগম, চায়না বেগম, মাছুরা বেগম প্রমুখ।
Please follow and like us: