খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ খুলনার ডুমুরিয়া উপজেলার কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শেখ আব্দুল মজিদ মিলনায়তনে উপজেলা খুচরা সার বিক্রেতাদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবুল কাশেম। বক্তব্য রাখেন মোঃ শরিফুল ইসলাম, উজ্জ্বল সরকার, ইলিয়াস হোসেন, আজহারুল ইসলাম, রবিউল ইসলাম, জাকির হোসেন, সুশীল ঢালি, তুহিন সরদার, জিল্লুর রহমান আকুঞ্জি, আনিচুর রহমান, আব্দুল ওহাব, রায়হান উদ্দিন, শাহিনুর রহমান, লিটন ঘোষ, দ্বীন মোহাম্মদ দিনু প্রমুখ।
সভাশেষে সর্বসম্মতিক্রমে রবিউল ইসলামকে সভাপতি, জিল্লুর রহমান আকুঞ্জিকে সাধারণ সম্পাদক ও আনিচুর রহমানকে কোষাধ্যক্ষ করে খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডুমুরিয়া উপজেলা শাখার ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Please follow and like us:










