
ঘূর্ণিঝড় রেমানে ক্ষতিগ্রস্ত গরীব, অসহায় ও দুস্থ ২শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের সহ সভাপতি মোঃ মিজানুর রহমান বিশ্বাস। শুক্রবার সকাল ১০টার দিকে শরাফপুর ইউনিয়নের জেলেখালী অব্দার মাথা , করিমনগর, চাঁদগড়, আকড়া ও বিরেলা এলাকায় তিনি এ ঈদ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল গফুর শেখ, আবু বক্কার, সুজন গোলদার, মহিউদ্দিন গোলদার, রাজু গোলদার, সরোয়ার হোসেন খান, পাঞ্জাব আলী সরদার, মাসুম সরদার, নাসরিন বেগম, শাওন শেখ প্রমুখ।
Please follow and like us: