ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী শান্তি শৃঙ্খলা ও সংহতি প্রতিষ্ঠায় এক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চুকনগর বাসস্ট্যান্ড চত্বরে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শেখ হেলাল উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী জেনারেল মুন্সি মইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোক্তার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, এ্যাডঃ আবু ইউসুফ মোল্লা, শেখ হাফিজুর রহমান, শেখ সরোয়ার হোসেন, বিএম হাবিবুর রহমান হবি, এম এ সালাম। বক্তব্য রাখেন আমিনুল রহমান মোড়ল, খান ইসমাইল হোসেন, অশোক আচার্য্য, তপন সাহা, পরিমল কুন্ডু, শিবপদ বিশ্বাস, শান্ত পাল, প্রভাষ রায়, টুটুল কুন্ডু, এ্যাডঃ মুনিমুর রহমান নয়ন, কৃষ্ণ পদ নন্দী, জয়দেব আঢ্য, শাহিনুর রহমান শাহিন, মাওঃ মঈন উদ্দিন, এস রফিকুল ইসলাম, মাওঃ মতিউর রহমান, শাহাজান জমাদ্দার, হালদার শাহাদাৎ হোসেন, প্রভাষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
Please follow and like us: