ডুমুরিয়ায় হতদরিদ্র এক মহিলার রেকর্ডীয় জমি স্থানীয় কতিপয় প্রভাবশালী কর্তৃক জবর দখলের পাঁয়তারা করছেন। ওই প্রভাবশালীদের হুমকি ধামকি তান্ডব সইতে না পেরে যথার্থ মহলের হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনের পথ বেছে নিয়েছেন তিনি। বুধবার বেলা ১১টায় উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য এমনটি দাবি করেন তিনি।
উপজেলার সাহস মধ্যপাড়া এলাকার নিরঞ্জন মন্ডলের স্ত্রী নমিতা মন্ডল ওরফে সবিতা রানী লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৯৯৩ সালে ১৯৯৫/৯৩ নং কবলা বন্দোবস্ত দলিল মূলে এক একর পাঁচ শতাংশ জমির মালিক হন তিনি। সাহস ইউনিয়নের জয়খালি মৌজায় আরএস ৮৮ খতিয়ানে রেকর্ড প্রাপ্ত হয়ে নিয়মিত খাজনা দাখিলা পরিশোধ করে ভোগদখল করেও আসছেন তিনি। সম্প্রতি স্থানীয় প্রভাবশালী দাউদ মোড়ল ও পারভেজ আলম নামের দুই ব্যক্তি কথিত ভীম মহরার সহায়তায় নানা খোঁড়া অজুহাত দেখিয়ে ওই জমি জবর দখলের নেশায় মেতে উঠেছে। দরিদ্র ও অসহায় ব্যক্তি হয়ে প্রতিবাদের সাহস হারাইয়া জবর দখলের আশংকায় ভুগছেন তিনি। আশু প্রশাসনের হস্তক্ষেপ না হলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে পরিবারটি বলে দাবি করেন তিনি ।
Please follow and like us: