ডুমুরিয়ায় দলিতের আয়োজনে জাতপাত পেশাভিত্তিক বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইউনিয়ন পরিষদের সাথে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিফ সুইডেনের সহযোগিতা সোমবার দুপুরে রুদাঘরা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রুদাঘরা ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শিহাব মোল্লা। কর্মসূচীর উদ্দেশ্য বর্ণনা করেন দলিতের হেড অব প্রোগ্রাম ইনচার্জ উত্তম দাস।
বক্তব্য রাখেন দলিতের কম্পিউটার প্রশিক্ষক বাঁধন পাল, টেকনিক্যাল সাপোর্ট অফিসার হোসনেয়ারা, ইউপি সচিব রুমা আক্তার, ইউপি সদস্য জি এম ওবায়দুল্লাহ, রফিকুল ইসলাম, ফেরদৌস হোসেন, হাফিজা খাতুন, এস এম নাজমুল হক, জিএম খলিলুর রহমান, নাজমা খাতুন, জ্যোসনা খাতুন, দলিতের উপকারভোগী কাকলী কুন্ডু, অঞ্জনা বিশ্বাস, বাঁধন দাস, পূর্ণিমা দাস, কবির শেখ, নন্দিতা দাস, সাগর দাস প্রমুখ। সভা সঞ্চালনা করেন দলিতের সোস্যাল মোবিলাইজার রুমা আক্তার।
Please follow and like us: