খুলনার ডুমুরিয়া উপজেলা দলিল লেখক সমিতির সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। গত ২১/০৪/২৪ তারিখে বেলা ১১টায় সমিতির কার্যালয়ে ১১সদস্যের মধ্যে ১০ সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কার্যক্রম স্থগিত করা হয়।
জানা যায়, গত ৭ফেব্রুয়ারী-২০২৩ ডুমুরিয়া দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফাররুখ খান সভাপতি ও সফিকুল ইসলাম সাধারণ সম্পাদক সহ ১১ সদস্য বিশিষ্ট নির্বাচনের মাধ্যমে গঠন করা হয়। কিন্তু ১বছর যেতে না যেতেই কমিটির সভাপতি সহ সকল সদস্যদের মতবিরোধ সৃষ্টি হয়। এতে নিয়ম বহিভূতভাবে সাধারণ সম্পাদককে বহিষ্কার করায় সমিতির কার্যক্রম মন্তর হয়ে পড়ে। পরবর্তীতে সমিতির নির্বাচিত সকল সদস্য ঐক্যবদ্ধ হয়ে সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনে চাঁদা দেয়া বন্ধ করে দেয়। একারণে গত ২১/০৪/২৪ তারিখ সমিতির কার্যালয়ে কমিটির সহ সভাপতি তাপস কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশান্ত কুমার জোয়াদ্দার, সফিকুল ইসলাম, নিত্যানন্দ মন্ডল, মুস্তাফিজুর রহমান, শামসুর রহমান মোড়ল, রিজাউল করিম, কামাল হোসেন, বায়েজিদ হালদার উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে সভাপতি ফাররুখ খানের অনিয়মের বিরুদ্ধে সমিতির সকল কার্যক্রম স্থগিত করেন।
Please follow and like us: