খুলনার ডুমুরিয়ায় “নিজেরা করি” সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার, উষ্কানিমূলক বক্তব্যের সুষ্ঠু বিচার এবং এর কার্যক্রম বন্ধের দাবিতে একটি লিখিত অভিযোগ করা হয়েছে। গত ১২আগষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমীন বরাবর একটি লিখিত অভিযোগ করেন ৯নং সাহস ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯নং সাহস ইউনিয়নে গত ০৫/০৮/২০২৪ তারিখে দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর অত্র ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও গ্রাম পুলিশদের সাথে নিয়ে এলাকার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখি। কিন্তু গত ১০/০৮/২৪ তারিখ নিজেরা করি নামে একটি সংগঠন এলাকায় মাইকিং করে বলা হয়, হিন্দু সম্প্রদায়ের যে সকল ক্ষতি হয়েছে তা তাদের সংগঠনকে জানাতে হবে। আরও বলা হয় তাদের সংগঠন সকল সমস্যা সমাধান করে দিবে। এমন অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য এলাকার মানুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। যা ভবিষ্যতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে। বিষয়টি নিয়ে গতকাল বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিজেরা করি সংগঠনের কর্মকর্তাদের ডাকা হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়া মাইকিং করার জন্য তারা ভুল স্বীকার করেন।
Please follow and like us: