বেসরকারি উন্নয়ন মূলক সংস্থা দলিতের আয়োজনে ও খ্রিষ্টান এইডের অর্থায়নে প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রকল্পের সমাপ্তিকরন ও অভিজ্ঞতা বিনিময় সভা শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস। সভায় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ কর্মকর্তা আশরাফুল কবির, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। সভার কার্যক্রম ও উদ্দেশ্য বর্ণনা করেন কর্মসূচি প্রধান ও প্রকল্পের ফোকাল উত্তম কুমার দাস। সভায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন প্রজেক্ট ম্যানেজার পুষ্পা দাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টেকনিক্যাল সাপোর্ট অফিসার হোসনেয়ারা।
Please follow and like us: