খুলনার ডুমুরিয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘শিক্ষকতা পেশা, মিলিত প্রচেষ্টার দীপ্তি। এ উপলক্ষে রোববার সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবন সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোঃ মনির হোসেন। বক্তব্য রাখেন উপজেলা একাডেমির সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা, ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড, মোঃ ফেরদাউস খান, বান্দা কলেজের অধ্যক্ষ সৌমেন মন্ডল, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব হুসাইন, শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, শফিকুল আলম, মোঃ আক্তারুজ্জামান প্রমুখ। সভাশেষে একটি র্যালি ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়।
Please follow and like us:










