খুলনার ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে সীমানা প্রাচীরের দেয়ালে নানা ধরনের স্লোগান ও সচেতনতামূলক ছবি একেছেন খুলনা ও ডুমুরিয়া এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া বাজারের পাশে অবস্থিত সরকারি বালিকা বিদ্যালয়ে সীমানা প্রাচীরের দেয়ালে এমন দৃশ্য চোখে পড়ে। এসময় উপস্থিত ছিলেন শাহারুজ্জামান শেখ, ওয়ালিদ খান, মেহেদী হাসান জিহাদ, মুশফিকুর রহমান, তাজ খান, হাসি আক্তার, রেজোয়ানা করিম, সারা মনি, নাহিদা আক্তার রিয়া, নুসরাত জাহান রোদেলা, মাসরিকা মিম, তন্নী আক্তার সুমাইয়া, মারিয়াম জান্নাত জারা, আইভি খান, ফারিয়া আফরোজ, স্বপনীল, রায়হান উদ্দীন, মুরসালিন, আকাশ, বাপ্পি শেখ প্রমুখ।
Please follow and like us: