ডুমুরিয়ায় ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ব্রি ধান ১০৩ জাতের ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। পার্টনার প্রকল্প (ব্রি) অর্থায়নে ডুমুরিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় (বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি আঞ্চলিক কার্যালয়, সাতক্ষীরা) বৃহস্পতিবার বিকেলে টিপনা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসও তমাল পাত্র শুভ। প্রধান অতিথি ছিলেন সিএসও এবং প্রধান ব্রি আঞ্চলিক কার্যালয় সাতক্ষীরার ড. মোঃ সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন এসও তাহমিনা আক্তার, এসও মোঃ লেওকাত হোসেন, কৃষি উদ্যোক্তা শেখ মঞ্জুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার নুর নাহার নুপুর প্রমুখ। উল্লেখ্য এ বছর ব্রি ১০৩ জাতের ধান বিঘা প্রতি প্রায় ২৩ মন উৎপাদন হয়েছে।