বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে ডুমুরিয়া সদর ইউনিয়নে ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে গোনালী বেলতলা বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন ও ইউনিয়ন বিএনপি সভাপতি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জোয়ার্দারের সঞ্চালনায় বক্তব্য রাখেন শেখ শাহিনুর রহমান শাহিন, আবুল কাশেম মোল্লা, সরদার আবুল হোসেন, শেখ আব্দুল মান্নান, শেখ রেজোয়ান হোসেন, শেখ হুমায়ূন কবির, শেখ রবিউল ইসলাম, জাহানারা রহমান, আশরাফ আলী সরদার, সাদ্দাম হোসেন সাগর, ফজলু মোড়ল, আব্দুল হালিম শেখ, মাসুদ রানা খান, আবু বক্কার শেখ, প্রমুখ।
ডুমুরিয়ায় শ্রমিক দলের আনন্দ মিছিল ও সমাবেশ
ডুমুরিয়া প্রতিনিধি। ডুমুরিয়ায় উপজেলা শ্রমিক দলের আয়োজনে গতকাল বিকেলে আনন্দ মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্বরে এক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে মুক্তি পাওয়ায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক শেখ সাইফুল ইসলাম লাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব সরদার আব্দুল মালেক।বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, শেখ ফরহাদ হোসেন ও অরুণ কুমার গোলদার। বক্তব্য দেন মতিয়ার রহমান বাচ্চু, মোল্যা মশিউর রহমান, শাহিনুর রহমান, শেখ মাহাবুর রহমান, আহম্মদ আলী ফকির, জিয়াউর রহমান জীবন, মনিরুজ্জামান সোহাগ, রাসেল হালদার, জামিনুর রহমান, শাহাবুল আলম, সোহাগ গোলদার, জাহানারা বেগম, মোল্যা মনিরুল ইসলাম, এসএম সাকিব হাসান, আজিজুল ইসলাম, জসিম উদ্দিন, জিহাদ হোসেন, আবদুল্লাহ, তারেক রহমান, শেখ ফয়সাল, ইমরান হোসেন খাজা প্রমুখ। সমাবেশের আগে উৎসব মুখর পরিবেশে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
Please follow and like us: