খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ভোরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর শহীদদের স্মরণে চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালী সহকারে ডুমুরিয়া স্বাধীনতা স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বিজয় মেলা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শরীফ মুহাম্মদ আল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আরাফাত হোসেন, উপজেলা স্বাস্হ্য ও প,প কর্মকর্তা কাজল মল্লিক, কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আশরাফুল আলম, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা সরদার জাহিদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, বীরমুক্তি যোদ্ধা চন্দ্র কান্ত তরফদার প্রমুখ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্তরের সাধারন মানুষ উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজের নেতৃত্বে র্যালী সহকারে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টিসহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেন। এ ছাড়া থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদ, ডুমুরিয়া যুব সংঘ ক্লাব, উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক সমিতি, উদীচী শিল্পী গোষ্ঠি, উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ গন শিল্পী সংস্হা, ডুমুরিয়া ফাউন্ডেশন, ডুমুরিয়া প্রেস ক্লাব, চুকনগর প্রেসক্লাব, আটলিয়া ইউনিয়ন বিএনপি, নিসচা, চুকনগর বাজার বনিক সমিতি, শাহাপুর বাজার বনিক সমিতি, ডুমুরিয়া কলেজ, শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল, ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া এনজিসি এ- এনসিকে মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়, হাজিডাঙ্গা-খলশী একে মাধ্যমিক বিদ্যালয়, সাজিয়াড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়, গোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, যশোহর কিন্ডার গার্টেন স্কুল, ক্রিয়েশন কিন্ডার গার্টেন স্কুলসহ উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে স্বাধীনতা চত্বরে দিনব্যাপি বিজয় মেলা অনুষ্ঠিত হয়।
Please follow and like us: