খুলনার ডুমুরিয়ায় এক যুবতীকে ধর্ষনের পর হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে, এঘটনায় ছাত্রলীগ নেতা সহ দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতদের ডুমুরিয়া থানায় হস্তান্তরের পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।
উপজেলার রোস্তমপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। মামলার বিবরণ ও ভিকটিমের পিতা (মামলার বাদী) জানান, কিছুদিন ধরে এলাকার কিছু চিহ্নিত বখাটে যুবক মাদ্রাসায় যাওয়া আসার পথে তার মেয়েকে উত্যক্ত করত। এমতাবস্থায় গত ২ আগষ্ট বিকাল ৫টার দিকে তার মেয়ে মুক্তা খাতুন (১৮) (ছদ্ম নাম) পরিবারের কিছু প্রয়োজনীয় পণ্য কিনতে বাড়ির পাশের দোকানে যায়। কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা তারপর রাতেও মেয়ে ফিরে না আসায় তিনি, তার স্ত্রী ও একমাত্র ছেলেসহ পরিবারের সকলে উদ্বিগ্ন হয়ে পড়ে।
এইভাবে ৪দিন ধরে পরিচিত আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েওে কোন সন্ধান পাইনি তারা। এক পর্যায়ে ৬ আগষ্ট সকাল ৭টার দিকে এক প্রতিবেশি জমিতে কাজ করতে যায়, এসময় পাশের একটি পাট ক্ষেত থেকে দূর্গন্ধ আসতে থাকে। তখন সে ওই পাট ক্ষেতের ভিতরে ঢুকে উলঙ্গ অবস্থায় ভিকটিমের লাশ দেখে চেচামেচি করতে থাকে, লাশের পাশে ভিকটিমের সালোয়ার কামিজ পড়ে ছিল এবং ওড়না দিয়ে তার মুখ বাঁধা ছিল বলে জানায় সে। এক পর্যায়ে এলাকাবাসী এসে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়, লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এসময় দেশে কোন সরকার বা প্রশাসন না থাকায় থানা পুলিশকে অবহিত করতে না পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলোচনা করে মেয়ের লাশ দাফন করা হয়েছিল বলে জানান ভিকটিমের পিতা সুরোত আলী।
অবশেষে নিখোঁজের একমাস পর গত ২ সেপ্টেম্বর সুরোত আলী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা সংঘবদ্ধ ভাবে ভিকটিমকে ধর্ষনের পর শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।
আসামীরা হল; ডুমুরিয়া থানার চুকনগর আশ্রায়ন প্রকল্পের শংকর ফকিরের ছেলে রাম (২৫), যশোরের কেশবপুর থানার সন্যাসগাছা গ্রামের আশরাফ ফকিরের ছেলে মিন্টু (২৬), ডুমুরিয়া থানার চুকনগর গ্রামের শহীদ সরদারের ছেলে সবুজ (২২), চাকুন্দিয়া গ্রামের নজরুল গাজীর ছেলে ইমরান গাজী (২২), চুনগরের আব্দুল হামিদ গাজীর ছেলে আসাবুর রহমান আশিক (২৫), নরনিয়া গ্রামের শহীদুল মোড়লের ছেলে বাবু মোড়ল (২২) এবং যশোরের কেশবপুর থানার কেদারপুর গ্রামের ইব্রাহিম সরদারের ছেলে ইমন সরদার (২২)।
এদের মধ্যে চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরান গাজী ও মিন্টুকে বুধবার রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬। গ্রেফতারের পর বুধবার রাতেই তাদের ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব এর পক্ষ থেকে জানানো হয়। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হক বলেন, আটক আসামীদ্বয়কে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত আছে।
Please follow and like us: