৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • নাগরিক দূর্ভোগ
  • ডুমুরিয়ায় রাস্তার সোলপ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে জনতা




ডুমুরিয়ায় রাস্তার সোলপ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে জনতা

গাজী আব্দুল কুদ্দুস, চুকনগর.খুলনা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১২ ২০২৪, ২২:১৭ | 652 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের কাঞ্চননগর বাজার হতে খোকা সাহেবের ঘেরের বাসা পর্যন্ত রাস্তার সোলপ নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে জনতা। বুধবার সকালে প্রায় অর্ধশত গ্রামবাসী একত্রিত হয়ে এ কাজ বন্ধ করে দেন।
স্থানীয় মুস্তাফিজুর রহমান মিঠু, দইপায়ন মিস্ত্রী, ইসমাইল খা, সঞ্জীব বৈরাগী, সত্য রঞ্জন সরকার, ধর্মদাস মন্ডল, মুকুল সরদার, দীনবন্ধু বৈরাগী, জামাল উদ্দিন শেখ ও নাহিদ শেখ অভিযোগ করে বলেন, কাঞ্চননগর বাজার হতে খোকা সাহেবের ঘেরের বাসা পর্যন্ত রাস্তার সোলপের কাজ করছেন হাবিবুর রহমান বিশ্বাস নামে এক ঠিকাদার। তিনি রাস্তার সোলপের কাজের নামে পুকুর চুরি করছেন। বন্যা নিয়ন্ত্রণের বাঁধ কেটে দায়সারা গোসে সোলপের কাজ করছেন। বুষ্টি হলেই এ সোলপ ভেঙে বিলীন হয়ে যাবে। যে কোন সময় বাঁধ ভেঙে বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হতে পারে। সোলপের মাটি গুলো ফেলানো হয়েছে ছড়ানো ছিটানোভাবে। কোথাও নিচু আবার কোথাও ডিবিপানা করে রাখা হয়েছে। সামান্য কিছু মাটি কাটা হয়েছে রাস্তার গোড়া বরাবর গর্ত করে। যাতে রাস্তাটি ধসে পড়ার সম্ববনা রয়েছে। একারণে আমরা এলাকাবাসী এ অনিয়ম মেনে নিতে না পেরে সাময়িক কাজ বন্ধ করে দিয়েছি। এব্যাপারে ঠিকাদার হাবিবুর রহমান বিশ্বাস বলেন, এবছর আমরা রাস্তাটি বাঁচানোর জন্য দুই পাশ দিয়ে সামান্য সোলপ দিচ্ছি। আগামী বছর এটা আমরা মজবুত করে করবো। মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা বলেন, রাস্তার সোলপের কাজে অনিয়মের ব্যাপারে একাধিক ব্যক্তি আমাকে জানিয়েছে। আমি ঘটনাস্থলে গিযে সকল অনিয়মের বিষয়টি উদ্ধোর্তন কর্তৃপক্ষকে জানাবো।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET