খুলনার ডুমুরিয়ায় লুমিনাস গ্রুপ’র আয়োজনে মাটির স্বাস্থ্য সুরক্ষা ও কৃষির উন্নয়নকল্পে এক কৃষি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় চুকনগর আদর্শ প্যালেস হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লুমিনাস গ্রুপের রিজিউনাল ইনচার্জ মোঃ ইয়াসিন সরদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আল আমীন। প্রধান আলোচক ছিলেন লুমিনাস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাকিব হোসেন। বিশেষ আরোচক ছিলেন লুমিনাস গ্রুপের ডিরেক্টর (এ্যাডমিন) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মতর্কা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সাহা, শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক আব্দুল কাইয়ুম জমাদ্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন লুমিনাস গ্রুপের জেনারেল ম্যানেজার এসএম বায়েজিদ হুসাইন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাংবাদিক বিলায়েত হোসেন, মোঃ মঈন উদ্দিন প্রমুখ।
Please follow and like us: